• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে রোহিতের ঘাড়ে নিঃশ্বাস কোহলির

স্পোর্টস ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পি.এম.
বিরাট কোহলি। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজ খেলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বিরাট কোহলি। সর্বশেষ হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে তিনি বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন। শীর্ষে থাকা সতীর্থ রোহিত শর্মার সঙ্গে কোহলির ব্যবধান এখন মাত্র ৮ রেটিং পয়েন্ট।

তিন ম্যাচের সিরিজে রাঁচিতে ১৩৫ ও গুয়াহাটিতে ১০২ রানের দুটি সেঞ্চুরির পাশাপাশি বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রান করে মোট ৩০২ রান সংগ্রহ করেন কোহলি। এই পারফরম্যান্সের জন্য তিনি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন। ২০২১ সালের পর প্রথমবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এত কাছাকাছি এসেছেন তিনি।

অন্যদিকে, পুরো সিরিজে ১৪৬ রান করেও রোহিত শর্মা এক নম্বর অবস্থান ধরে রেখেছেন। ফলে অনেক দিন পর আবারও ভারতের দখলে শীর্ষ দুই ব্যাটসম্যান। বিশ্রামে থাকা শুভমান গিল পাঁচ নম্বরে থাকলেও, সিরিজে অধিনায়কত্ব করা কে এল রাহুল দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন।

বোলারদের তালিকাতেও ভারতের প্রগতি চোখে পড়েছে। বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে অবস্থান করছেন। টি-টোয়েন্টিতে অক্ষর প্যাটেল ১৩, আর্শদীপ সিং ২০ এবং জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে ২৫ নম্বরে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে নেতৃত্বে যশস্বী জয়সওয়াল (৮), শুভমান গিল (১১) ও ঋষভ পান্ত (১৩)। বোলারদের তালিকায় শীর্ষে আছেন জাসপ্রিত বুমরাহ, তিন নম্বরে মিচেল স্টার্ক।

দীর্ঘ সময় পর তিনটি সংস্করণেই ভারতীয় ক্রিকেটারদের দাপুটে উপস্থিতি দলটির শক্তিমত্তা প্রমাণ করছে এবং ২০২৬ সালের ঘনাগামী আন্তর্জাতিক সূচির আগে দলকে আত্মবিশ্বাসী অবস্থায় রেখেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়বড়ে রিয়ালে একের পর এক ইনজুরির ধাক্কা
নড়বড়ে রিয়ালে একের পর এক ইনজুরির ধাক্কা
মায়ামিতে শিরোপা জিতেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় সুয়ারেজ
মায়ামিতে শিরোপা জিতেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় সুয়ারেজ
টেল-এন্ডার হয়েও ছক্কার রেকর্ডে সবাইকে ছাড়ালেন রনি
টেল-এন্ডার হয়েও ছক্কার রেকর্ডে সবাইকে ছাড়ালেন রনি