গোল্ডেন বুটসহ আরেকটি বড় স্বীকৃতি মেসির ঝুলিতে

মেজর লিগ সকারে (এমএলএস) আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জিততে সাহায্য করার পাশাপাশি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। টানা দ্বিতীয়বার এমএলএস-এর ‘এমভিপি’ (Most Valuable Player) নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে ‘এমভিপি’ জেতার কীর্তি গড়েছেন। এর আগে এই কীর্তি করেছিলেন কেবল প্রেকি (১৯৯৭ ও ২০০৩)।
৩৮ বছর বয়সী মেসি নিয়মিত মৌসুমে করেছেন ২৯ গোল এবং ১৯টি অ্যাসিস্ট, যা তাকে এমএলএস গোল্ডেন বুটও এনে দিয়েছে। ‘এমভিপি’ নির্বাচনে তিনি ৭০.৪৩ শতাংশ ভোট পান। মিডিয়া ভোটে প্রাপ্তি ৮৩.০৫%, ক্লাব ভোটে ৭৩.০৮%, আর খেলোয়াড়দের ভোটে ৫৫.১৭%।
মেসি বলেছেন, “ব্যক্তিগত পুরস্কার সবসময় ভালো লাগে, তবে আমি এটা সতীর্থদের সঙ্গে ভাগ করতে চাই। তাদের সহযোগিতায় গোল্ডেন বুটও জিততে পেরেছি।” অক্টোবর মাসে মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি বৃদ্ধি করেছেন তিনি।
মেসির ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ৩টি ফিফা বর্ষসেরা এবং ২টি বিশ্বকাপ গোল্ডেন বল, আর এবার এমএলএস ‘এমভিপি’ ও গোল্ডেন বুটও যোগ হলো।
ভিওডি বাংলা/ আরিফ







