• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে

৩০ ফুট গর্তে দুই বছরের শিশু, ছয় ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা

রাজশাহী প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পি.এম.
পরিত্যক্ত প্রায় ৩০ ফুট নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত প্রায় ৩০ ফুট নিচের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে জীবিত অবস্থায় উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি জমিতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন। তার বাবা রাকিব উদ্দীন স্থানীয়ভাবে জমি চাষের কাজ করেন। এলাকাবাসীর অভিযোগ, গভীর নলকূপের মালিক তাহের মিয়া বহুদিন ধরে পরিত্যক্ত পাইপটির মুখ খোলা অবস্থায় রেখেছিলেন। কোনো সতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে জমিতে আটকে যাওয়া ট্রলি দেখতে শিশুটির মা–বাবা সেখানে যান। এসময় মায়ের কোল থেকে নেমে হাঁটতে গিয়ে স্বাধীন হঠাৎ ওই গর্তে পড়ে যায়। শিশুটি কান্না করছিল, তবে গভীর হওয়ায় নিচে দেখা যাচ্ছিল না।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘হাঁটতে হাঁটতেই হঠাৎ গর্তে পড়ে যায়। নিচ থেকে কান্না শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পারছি না।’

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রউফ বলেন, ‘ছয় ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকেও দল এসে যোগ দিয়েছে। আল্লাহ সহায় হলে আমরা শিশুটিকে জীবিত অবস্থায় তুলতে পারব।’

তানোর থানার ওসি মো. হাসান বাসির জানান, গর্তটির মুখ প্রায় ৩-৪ ফুট প্রশস্ত এবং গভীরতা ৩০-৩৫ ফুট। পাইপের মাধ্যমে ভেতরে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং শিশুটি সাড়া দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা উদ্ধারকাজের খোঁজ রাখছি। সবাই দোয়া করুন—শিশুটি যেন সুস্থ অবস্থায় ফিরে আসে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
ভাঙ্গুড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে