• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা জাহিদ

খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন, প্রয়োজনে বিদেশ নেয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে কথা বলছেন ডা জাহিদ। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বাইরে বাংলাদেশের মানুষ, আবার আপনার ভাই বর্তমান রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে, সরকারের ; সকল পর্যায়ের মানুষ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা জাহিদ হোসেন বলেন, আমরা বেশ কয়েকদিন আগে, অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে পরামর্শ পেয়েছিলাম। কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্স, গাড়ি, স্বাস্থ্যব্যবস্থা—সেই সময়ের জন্য উপযুক্ত না থাকার কারণেই তা করা যায়নি। তবে উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সেই কারণেই তারা আমাদের পরামর্শ দিয়েছেন এবং এখানে থাকা সকল চিকিৎসক সদস্যরা এটি বাস্তবায়নের জন্য সর্বদা চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায় এবং পৃথিবীর যেখানেই ভালো চিকিৎসা পাওয়া যায়, উনি সেটি পান।

তিনি বলেন, এখানে রেখেই দেশ-বিদেশের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। আমরা খুবই আশাবাদী—মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরাও আশাবাদী—উনার চিকিৎসা নিশ্চিত করা যাবে। এখনই সব কিছু জানানোর সময় নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের ব্যবস্থা রেখেছেন তা আমাদের কারো জানা নেই। তাই আমরা আল্লাহর রহমত, মানুষের দোয়া, চিকিৎসকদের প্রচেষ্টা—সব মিলিয়েই চেষ্টা করছি। উনার পরিবারের সদস্যরা ও সংশ্লিষ্ট সবাইও সর্বোচ্চ প্রচেষ্টা করছেন। 

তিনি বলেন, আজকের এই অবস্থায় আমরা কৃতজ্ঞতা জানাই এবং আবেদন জানাই—উনার সুস্থতার জন্য যারা দোয়া করছেন, দয়া করে তা অব্যাহত রাখুন। আল্লাহর অশেষ মেহেরবানীতে যেন তিনি এই শারীরিক সংকট সফলভাবে অতিক্রম করতে পারেন—এজন্য সকলের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

জাহিদ হোসেন বলেন, মানুষের স্বাভাবিকভাবেই একজন নেত্রীর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জানার আগ্রহ থাকে, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাড়াবাড়ি না করি, বিভ্রান্তি সৃষ্টি না করি। কোনো গুজবে কান দেবেন না—এটি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। 

তিনি বলেন, যে চিকিৎসা দেওয়া হচ্ছে, উনি ( বেগম খালেদা জিয়া) তা আগের মতোই আইসিইউতে গ্রহণ করছেন। এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা রেসপন্সও করছেন।

গত পাঁচ দিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি অবনতি প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ বলেন, সর্বপরি তিনি একজন রোগী একজন চিকিৎসক হিসেবে সবকিছু প্রকাশ করতে পারি না। 
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রতিশোধ নয়, সমাধানের পথে বিএনপি’—তারেক রহমান
‘প্রতিশোধ নয়, সমাধানের পথে বিএনপি’—তারেক রহমান
এনসিপির ১৪ নারী প্রার্থী নির্বাচনে লড়বেন প্রথম ধাপে
এনসিপির ১৪ নারী প্রার্থী নির্বাচনে লড়বেন প্রথম ধাপে
এনসিপির প্রার্থী তালিকায় সুজনের  নাম নেই
এনসিপির প্রার্থী তালিকায় সুজনের  নাম নেই