মনজুর কাদের
এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের জন্য দলের মনোনীত ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদেরকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। ফলে বিএনপি নেতাকে মনোনয়ন দিয়ে এনসিপি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চমক সৃষ্টি করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
জানা যায়, মেজর (অব.) মনজুর কাদের ২০০১ সালে বিলুপ্ত সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের অংশবিশেষ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়াই করে আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫২ ভোটে পরাজিত হন।
এনসিপির মনোনয়ন পাওয়ার বিষয়ে দেশ রূপান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় মনজুর কাদের বলেন, “বেলকুচি-চৌহালী থেকে এনসিপির শাপলা-কলি প্রতীকে নির্বাচন করব। আমি নির্বাচিত হতে পারলে নদীভাঙন রোধ, তাঁতশিল্প উন্নয়ন, এনায়েতপুর হাটের আধুনিকায়নসহ সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।”
বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এনসিপি থেকে নির্বাচন করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি বিএনপি থেকে এবার মনোনয়ন চাইনি।”
ভিওডি বাংলা/ আরিফ







