এনসিপির মনোনয়ন তালিকায় নেই সামান্তা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই তালিকায় জায়গা পাননি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, শাপলা-কলি প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের এখনই মাঠে নামতে হবে। তিনি এ জন্য দেশবাসীর সহযোগিতাও কামনা করেন।
সামান্তা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে রয়েছেন। দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেও তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে তিনি রংপুর-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন, তবে প্রথম ধাপের তালিকায় তার নাম আসেনি। দলীয় সূত্র জানিয়েছে, পরবর্তী ধাপে তাকে বিবেচনা করা হতে পারে।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সদস্যসচিব আখতার হোসেন বলেন, “প্রাথমিক তালিকায় থাকা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।” তিনি জানান, মোট তিন ধাপে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভিওডি বাংলা/ আরিফ







