মরক্কোতে পাশাপাশি দুটি ভবন ধসে নিহত ২২, আহত ১৬

মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি ভবন ধসে পড়ে অন্তত ২২ জন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে দেশটির প্রসিকিউটর এই তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, ভবন দুটির মধ্যে একটি খালি ছিল, আরেকটিতে চলছিল আকিকা অনুষ্ঠান—শিশুর জন্ম উপলক্ষে মুসলিমদের ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রসিকিউটর জানান, হতাহতের এই সংখ্যা প্রাথমিক।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে ভবনটিতে অনুষ্ঠান চলছিল, সেখানে আটটি পরিবার বসবাস করত। দুটি ভবনই ছিল চারতলা।
একজন বেঁচে যাওয়া ব্যক্তি স্থানীয় মেডি১ টিভিকে জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা তার এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তবে তিনি এখনও তার স্ত্রী ও বাকি সন্তানদের খোঁজে অপেক্ষা করছেন।
এসএনআরটি নিউজের প্রকাশিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে হাতুড়ি ও কোদাল নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। কম্বলে মোড়ানো এক বৃদ্ধা সংবাদমাধ্যমটিকে জানান, “ওপর তলায় থাকা আমার ছেলে আমাকে বলেছিল—ভবনটি ধসে যাচ্ছে। আমরা বাইরে বের হতেই দেখি পুরো ভবন ভেঙে পড়ছে।” তিনি তার নাম প্রকাশ করেননি।
এসএনআরটি নিউজের বরাতে আরও বলা হয়, শহরের পশ্চিমাঞ্চলের ঘনবসতিপূর্ণ আল-মুস্তাকবাল এলাকায় ভবন দুটি অবস্থিত ছিল এবং কিছুদিন ধরেই ভবনগুলোতে ফাটল দেখা যাচ্ছিল।
ভিওডি বাংলা/ আরিফ







