• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

সিলেট প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূকম্পন হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৫, আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চল।

প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০°N; ৯২.১৮০°E, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির কেন্দ্র ছিল ২৪.৭৯০°N; ৯২.২১০°E, গভীরতা ৩০ কিলোমিটার।

দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০ ; ৯২ দশমিক ২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি