সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা ১৯ ঘণ্টা ধরে চলছে ফায়ার সার্ভিসের তৎপরতা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিশুটি যে গর্তে পড়ে গেছে, তার দিকে পৌঁছাতে ৪০ ফুট গভীর গর্ত থেকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করেছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া এলাকার ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে শিশুটি হঠাৎ মাত্র ৮ ইঞ্চি ব্যাসের একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে দড়ি, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে চেষ্টা চালানো হলেও গর্তের সরু ব্যাসের কারণে গভীরে পৌঁছানো সম্ভব হয়নি। এরপর পাশেই উচ্চক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর দিয়ে আরেকটি গর্ত খননের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তানোর উপজেলায় কোনো এক্সকেভেটর না থাকায় উদ্ধার কাজ দেরিতে শুরু হয়।
অবশেষে রাত ৮টার দিকে মোহনপুর উপজেলা থেকে আনা দুটি ছোট এক্সকেভেটর দিয়ে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস। রাতভর প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ৪০ ফুট গভীর নতুন গর্ত খনন সম্পন্ন হয়। সেখান থেকেই এখন মূল গর্তের দিকে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, “আমরা ৪০ ফুট গর্ত তৈরি করেছি। সেখান থেকেই শিশুটি যেই গর্তে পড়েছে সেদিকে সুড়ঙ্গ করা হচ্ছে। এখনো তাকে দেখা যায়নি, তবে পাওয়া না পর্যন্ত আমাদের অভিযান চলবে।”
এদিকে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য দোয়া করছেন।
ভিওডি বাংলা/জা







