নির্বাচনী তফসিল কী? তারিখ ছাড়াও যা যা থাকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তবে অনেকের ধারণা, তফসিল মানেই শুধু ভোটের তারিখ ঘোষণা। বাস্তবে তা নয়। সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ভোট আয়োজনের পুরো প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি ও আইনি ধাপ নির্দিষ্ট করে দেওয়া থাকে।
তফসিল কী?
সহজভাবে বলতে গেলে, তফসিল হলো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি-শুধু ভোটের দিন নয়, বরং মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা ও ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার কর্মপরিকল্পনা।
তফসিলে যা থাকে
মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা : প্রার্থীরা কত তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন- তফসিলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।
বাছাই ও আপিল : নির্দিষ্ট কত দিনের মধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই–বাছাই করবে এবং বাতিল হলে কোন সময়সীমার মধ্যে আবেদনকারী আপিল করতে পারবেন- এই সময়সীমাও তফসিলে বিস্তারিতভাবে নির্ধারিত থাকে।
প্রচারণার সময়সীমা : কত তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কবে থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন এবং কতদিন তা চলবে- তফসিলে এসব নির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সাধারণত নির্বাচনী প্রতীক ঘোষণার পরই প্রচারণা শুরু করার তারিখ নির্ধারিত হয়।
ভোট গ্রহণ ও গণনা : ভোট গ্রহণ কত তারিখে, কোন সময়ে শুরু হবে এবং কতটা পর্যন্ত চলবে- এসব তথ্য বিস্তারিতভাবে তফসিলে থাকে। একই সঙ্গে ভোটগ্রহণ শেষে কোথায় এবং কীভাবে গণনা করা হবে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
সব মিলিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াই নির্বাচনের তফসিল নামে পরিচিত।
সূত্র : বিবিসি
ভিওডি বাংলা/জা







