• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনে কড়াকড়ি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পি.এম.
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চারপাশ ও মূল ফটকে তল্লাশি চলছে -ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, এবং ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, আগারগাঁওয়ে ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শক্তিশালী ব্যারিকেড বসানো হয়েছে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, যাতে সাধারণ মানুষ বিকল্প পথ ব্যবহার করতে পারেন।

মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁওয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

এদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ বিকেল ৬টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। এতে ভোটের তফসিল ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল