• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সজীব ভূঁইয়া দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পি.এম.
আসিফ মাহমুদ ও রাশেদ খান- ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গণঅধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদে আসতে চান। আগেও তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তাই নেতৃত্ব পর্যায়ে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।”  

রাশেদ খান আরও বলেন, আসিফকে সম্মানজনক পদ দেওয়া হবে, যদিও পদ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে সন্ধ্যায় আসিফ মাহমুদ যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিন বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন। তবে পদত্যাগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি এবং জানান, “এ বিষয়ে পরবর্তী তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।”

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে।”

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি