মহিলাদের ঝাড়ু মিছিল মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল দাবিতে

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে দুপুরে ঝাড়ু মিছিলটি বের হয়। এতে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নারী নেত্রী ও কর্মী।

মিছিলটি স্টেশন রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলসহ সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও ‘অযাচিত প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই বিএনপি নেতা শাহীন।
মিছিলকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের হাইকমান্ডের কাছে তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনের রাজনীতিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে প্রতিবাদ ও অসন্তোষ বাড়ছে। ঝাড়ু মিছিল তারই সর্বশেষ বহিঃপ্রকাশ। এর আগে মশাল মিছিল হয়।
ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম







