জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্য সচিব জানান, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি বলেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে করতে বদ্ধপরিকর এবং এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
মাহবুবা ফারজানা আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে জনগণকে ভোটে অংশগ্রহণে আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ-না ভোটের বিষয়টিও সহজভাবে বোঝাতে হবে, কারণ জনগণ এ বিষয়ে অপরিচিত।
তিনি গুজব ও অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মকর্তাদের নির্বাচনী আইন ও নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের অনুরোধ জানান।
বৃহৎ প্রচারণার অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এছাড়া, ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ভিওডি বাংলা/জা







