• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিজির সঙ্গে তর্কে জড়ানো ডা. ধনদেব পুনর্বহাল

ময়মনসিংহ প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পি.এম.
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ। সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণকে শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় ক্ষমা করে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান। তিনি জানান, আদেশ কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়, গত ৬ ডিসেম্বর মহাপরিচালক পরিদর্শনে এলে ডা. ধনদেব অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার অঙ্গীকার করেন। তার জবাব যথাযথভাবে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর তার ব্যাখ্যাকে সন্তোষজনক বিবেচনা করে তাকে পূর্বের পদ ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। সেই অনুযায়ী তাকে দায়িত্বে বহাল করা হয়েছে।

এ বিষয়ে ডা. ধনদেব বলেন, “কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। এর বেশি আমার কোনো বক্তব্য নেই।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি