ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৪

মাদারীপুরের ডাসারে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)বিষয়টি নিশ্চিত করেন,ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল গ্রামের মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ(৩৮),প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র(২১),লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ(২৪),রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার(২১)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে,গত বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদরীপুর জেলা গোয়েন্দা শাখার যৌথভাবে অভিযান পরিচালনা করেন,ডাসার উপজেলার উত্তর চলবল হাইস্কুল মাঠে।এসময় মাদক ৪জন মাদক কারবারিকে আটক করা হয়।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নেতৃত্বে রাতে অভিযান পরিচালনা করে ৪জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/তুহিন মৃধা/এম







