• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
টানা ছয় জয়ে শীর্ষে আর্সেনাল। সংগৃহীত ছবি

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে দাপুটে ফুটবল খেলেও গোলের দেখা পায়নি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের শিষ্যদের। বিপরীতে দুর্দান্ত ফর্ম ধরে রেখে টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্সেনাল।

বুধবার গভীর রাতে সান ম্যামেসে বিলবাওয়ের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। ৭১ শতাংশ বল দখল করে ১৭টি শট নিলেও কোনোটিই গোলবারে জড়াতে পারেনি। লক্ষ্যভেদী শট ছিল ৮টি; তবুও নিষ্ফল। বিপরীতে বিলবাওয়ের ৮ শটের একটিও লক্ষ্য বরাবর ছিল না।

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে পিএসজি।

প্রথমার্ধে বিশৃঙ্খল আক্রমণ করলেও দ্বিতীয়ার্ধে কাভারাত্সখেলিয়া, গঞ্জালো রামোস ও ফ্যাবিয়ান রুইজরা কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করেন। কিন্তু শেষ পর্যন্ত জালের দেখা না মিলায় পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় পয়েন্ট হারানো। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় স্থানে।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে ফেরাল দুর্দান্ত জয়। ক্লাব ব্রুগের মাঠে ৩–০ গোলের জয়ে গ্রুপের শতভাগ সাফল্য নিশ্চিত করে দলটি। গানারদের জন্য ননি মাদুয়েকে জোড়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি একটি গোল করেন।

ম্যাচের শুরুতেই ওডেগার্ডের শট ব্রুগ গোলরক্ষক ঠেকিয়ে দিলে আর্সেনাল এগিয়ে যেতে ব্যর্থ হয়। তবে ২৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করেন মাদুয়েকে। প্রথমার্ধে ব্রুগ একাধিকবার চেষ্টা করলেও গোলরক্ষক ডেভিড রায়া আর্সেনালকে রক্ষা করেন।

বিরতির পর মাঠে নেমেই মাদুয়েকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৫৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে ব্যবধান ৩–০ করেন মার্টিনেল্লি। টানা পাঁচ ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের প্রথম খেলোয়াড় হিসেবেও নাম লেখান তিনি।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ, আর ১৩ পয়েন্ট করে পরের তিন স্থানে রয়েছে পিএসজি, ম্যানসিটি ও আটালান্টা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোল্ডেন বুটসহ আরেকটি বড় স্বীকৃতি মেসির ঝুলিতে
গোল্ডেন বুটসহ আরেকটি বড় স্বীকৃতি মেসির ঝুলিতে
র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে রোহিতের ঘাড়ে নিঃশ্বাস কোহলির
র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে রোহিতের ঘাড়ে নিঃশ্বাস কোহলির
বিপিএলে ৯ পাকিস্তানি ক্রিকেটার পেলেন গ্রিন সিগন্যাল
বিপিএলে ৯ পাকিস্তানি ক্রিকেটার পেলেন গ্রিন সিগন্যাল