• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
সচিবালয়ে ভাতা আন্দোলনে চার কর্মচারী পুলিশি হেফাজতেছবি: সংগৃহীত

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে চারজন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সচিবালয় এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী নিজামুদ্দিন এবং এখনো পরিচয় না পাওয়া আরও একজন।

গতকাল বুধবার ভাতা আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা নজিরবিহীনভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। তখন তাদের আশ্বাস দেওয়া হয় যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যেই দাবি মেনে সরকারি আদেশ (জিও) জারি করা হবে।

এই ঘোষণা ঘিরে আজ বিকেলে কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় এলাকা থেকে বাদামতলা চত্বর পর্যন্ত ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদায়ী ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
বিদায়ী ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব
তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট