নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি

বিপিএলে প্রথমবার অংশ নিয়েও একের পর এক চমক দেখাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর পর নিলামেও শক্তিশালী স্কোয়াড গড়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। এবার আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর মাধ্যমে তারা চমকের ধারাবাহিকতা ধরে রেখেছে।
বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগান পেসার বিলাল সামিকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের জার্সিতে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেললেও বিপিএলে এই প্রথম যোগ দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪০।
বিলালের আগে নোয়াখালী চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে। জাতীয় দলে নিয়মিত না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ পরিচিত মুখ— আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।
এরও আগে নোয়াখালী এক্সপ্রেস দলে ভেড়ায় আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে। আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএলসহ বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলেও তিনি আগে খেলেছেন।
জহিরকে দলে নেওয়ার পর নোয়াখালী এক্সপ্রেস লেখে—“আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।”
ভিওডি বাংলা/ আরিফ







