তফসিল ঘোষণার পর আন্দোলন হলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে তা কঠোরভাবে দমন করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এখন নির্বাচনের মোডে। এই তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন হলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’
এ সময় আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই ভালো আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে আত্মবিশ্বাসী, শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন, যা দেশের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
ভিওডি বাংলা/জা







