• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অব্যাহত রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার সর্বশেষ চিকিৎসা আপডেটে এ তথ্য জানিয়েছে তাঁর জন্য গঠিত দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড ।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেছেন এভারকেয়ার হাসপাতালের প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন। 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন। বাসায় অবস্থানকালে গত মাসের শেষদিকে তাঁর শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বাড়তে থাকায় ২৩ নভেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি–পরবর্তী পরীক্ষা–নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির তীব্র অবনতি দেখা দিলে তাঁকে কেবিন থেকে সরিয়ে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাঁকে আগে হাই–ফ্লো নাজাল ক্যানোলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়। তবে তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।

গত ২৭ নভেম্বর তাঁর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা এখনো চলছে। একই সঙ্গে শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ শনাক্ত হওয়ায় দেওয়া হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা।

চিকিৎসকরা জানান, কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয় এবং এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি –এর জটিলতায় প্রয়োজন হচ্ছে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন।

এ ছাড়া নিয়মিত ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভালভে সমস্যা দেখা দেওয়ায় ‘টিইই’    করা হলে সেখানে ইনফেকটিভ এনডোকার্ডাইটিস ধরা পড়ে। এরপর আন্তর্জাতিক গাইডলাইন মেনে চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা।

দেশি–বিদেশি বিভিন্ন শাখার বিশেষজ্ঞ নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। চিকিৎসক দল গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ করেছে—ভুল বা যাচাইবিহীন তথ্য না ছড়িয়ে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি