• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গভীর নলকূপে পড়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

রাজশাহী প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়ার পর তাকে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যায় সাজিদ, এরপর থেকেই ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
তফসিল ঘোষণার পরপরই নাগরপুরে আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি