• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১১ বছর আগে জিহাদের মতই প্রাণ হারাল শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এ.এম.
জিহাদ ও সাজিদ-দুই শিশুর করুণ পরিণতি-ছবি-ভিওডি বাংলা

১১ বছর আগের শাহজাহানপুরের ছোট্ট জিহাদের মর্মান্তিক ঘটনার মতোই করুণ পরিণতি হলো রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের।

২০১৪ সালে ঢাকার শাহজাহানপুরে পানির কূপে আটকে পড়া চার বছরের শিশু জিহাদকে উদ্ধারে ২৩ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। সেই ঘটনার এক দশক পর রাজশাহীতে ঠিক একই ধরনের অরক্ষিত গর্তে প্রাণ হারাতে হলো আরেক শিশুকে। 

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের জন্য খনন করা গভীর গর্তে পড়ে যায় শিশু সাজিদ। গর্তটি খড় দিয়ে ঢাকা ছিল, ফলে কেউই বুঝতে পারেননি সেখানে বিপদ লুকিয়ে আছে।

শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা ক্যামেরা নামালেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে তাকে শনাক্ত করতে পারেননি। প্রায় ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে শিশুটিকে খুঁজে পাওয়া যায়। এরপর রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাজিদের মা রুনা খাতুন জানান, দুপুরে দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশের মাঠ পার হচ্ছিলেন তিনি। হাঁটার এক পর্যায়ে হঠাৎ সাজিদ “মা” বলে ডাক দিলে তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই। খড় সরাতেই গর্তের মুখ দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই শিশুটি গর্তের গভীরে নেমে যায়।

স্থানীয়দের অভিযোগ, গত বছর এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করা হয়। ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় রাখা হয়। বৃষ্টিতে গর্তের মুখ আরও বড় হয়, কিন্তু কোনো সতর্কতা বা ঢাকনার ব্যবস্থা করা হয়নি। আর এ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ