জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর (জেএমএ)।
শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার গভীরতায় এ কম্পন অনুভূত হয়।
মাত্র কয়েকদিন আগেই ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ধারাবাহিক এই ভূ-কম্পনের কারণে সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০১১ সালের তোহোকু অঞ্চলের ৯ দশমিক ১ মাত্রার মহাভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত, যার পর ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/জা







