তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদের জানাজা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন গ্রামের শতাধিক মানুষ।
গ্রামের মসজিদ থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল-‘রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সাজিদ মারা গেছেন’। শোকের এই খবরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়ে। কেউ মাঠে যাননি, দোকানপাটও বন্ধ ছিল। গ্রামের মানুষ গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে সাজিদের বাড়ির দিকে এগিয়ে আসেন, শিশুটির নিস্পাপ মুখটিকে শেষবার দেখার জন্য।
শুক্রবার ভোরে সাজিদের মরদেহ তার বাড়িতে আনা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হওয়া শিশুটিকে ৪০ ফুট গভীর নলকূপ থেকে উদ্ধার করা হয়েছিল ফায়ার সার্ভিসের সদস্যরা। ৩২ ঘণ্টার উদ্ধারকাজের পর রাত ৯টায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানাজার নামাজের ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে উপস্থিত মানুষ হাত তুলে দোয়া করেন। গ্রামের বৃদ্ধ থেকে স্কুলপড়ুয়া শিক্ষার্থী-সবার চোখ ভিজে ওঠে। সাজিদের কফিন কবরস্থানে নেওয়া হলে কেবল কান্নার শব্দই শোনা যায়।
সাজিদের মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত। সবাই তার মাগফিরাত ও পরিবারের জন্য আল্লাহর ধৈর্য কামনা করেছেন।
ভিওডি বাংলা/জা







