• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি

কক্সবাজার প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন এক পর্যটক।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল পর্যটক ইউএনও এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে ২ হাজারের বেশি পর্যটক পরিবহন করার নিয়ম নেই। দায়িত্ব পালনের সময় হঠাৎ ইব্রাহীম নামের পর্যটক পুলিশকে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে বলেন। তিনি জানান, এমন এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার নেই।

তানজিলা তাসনিম বলেন, এমন অনাকাঙ্ক্ষিত আচরণের ভিডিও সংরক্ষিত আছে। উনি হয়তো আমাকে চিনতে পারেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও উনি এভাবে কাউকে গ্রেপ্তার করতে বলার এখতিয়ার রাখেন না।

ইব্রাহীম নামের সেই ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'প্রশাসনিক কর্মকর্তা' পরিচয় দিয়ে বলেন, আমি স্যারকে চিনতে পারিনি সেজন্য দুঃখিত। আমি ও আমার কলিগরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। আমাদের টিকেটে জাহাজ ছাড়ার সময় ৭টা লেখাছিল কিন্তু ঘাটে এসে শুনি সেটা ৬টায় ছেড়ে গেছে।

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই মৌসুমে পর্যটকরা ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রীযাপন করতে পারবেন, তবে সরকারের ১২টি জীববৈচিত্র্য সংরক্ষণ নির্দেশনা মেনে চলতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ
১১ বছর আগে জিহাদের মতই প্রাণ হারাল শিশু সাজিদ
১১ বছর আগে জিহাদের মতই প্রাণ হারাল শিশু সাজিদ