নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি, ঢামেকে ভর্তি

ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় গুলি লেগেছে, তা এখনও জানা যায়নি।”
এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি দাবি করেন, বিদেশি নম্বর থেকে ফোন ও টেক্সট মেসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়।
রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তোলেন।
স্ট্যাটাসে হাদি লেখেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। তার ভাষ্য, এসব বার্তায় তাকে নজরদারিতে রাখা, বাড়িতে আগুন দেওয়া, তার পরিবারকে ক্ষতি করা এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে আমার বাড়ি-ঘর বা আমাকেও যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমি ইনসাফের লড়াই থেকে পিছু হটব না।”
ওসমান হাদি তার পোস্টে আরও উল্লেখ করেন, “এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে। এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ এই জমিনে আরও বহু হাদি সৃষ্টি করবেন।”
তিনি লেখেন, “লড়াইয়ের ময়দানে আমি আল্লাহর কাছে সাহস ও শক্তি চাই। শহিদি মৃত্যু চাই। আমার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কুদরতে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে।”
ভিওডি বাংলা/ আ





