• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রত্যক্ষদর্শীর বর্ণনায়

ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “ওসমান হাদিকে কিছুক্ষণ আগে এখানে আনা হয়েছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।”

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় গুলি লেগেছে, তা এখনো জানি না।”

প্রসঙ্গত, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ছেন শরিফ ওসমান হাদি। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি