• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
বাহ্মণবাড়িয়া নবাগত পুলিশ সুপার। ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, পুলিশ-সাংবাদিক সহযোগিতা অপরাধ দমনকে আরও শক্তিশালী করবে।

তিনি সাংবাদিকদেরকে ‘থার্ড আই’ হিসেবে উল্লেখ করে বলেন, “আপনাদের গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য আমাদেরকে অপরাধী শনাক্ত ও দমন কার্যক্রমে সহায়তা করে। আমরা একসাথে কাজ করলে জেলায় অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”

মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্ব করেন। নবাগত পুলিশ সুপার আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আমার প্রধান অগ্রাধিকার। গত নভেম্বর মাসে পৃথক ঘটনায় গুলিতে তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনা আমাদের নজরে এসেছে। এছাড়া চলতি বছরের শেষ তিন মাসে জেলায় অপরাধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শিগগিরই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

তিনি বলেন, “আমি মূলত ক্রাইম কন্ট্রোলের ওপর কাজ করি। আমার দায়িত্ব নেওয়ার পর থেকে ফোকাস থাকবে অপরাধ নিয়ন্ত্রণে। মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালু মহালসহ সকল ধরনের অপরাধ দমন করতে আমরা বিশেষ ড্রাইভ চালাব। বিশেষ করে অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পর্কিত অপরাধ আমাদের নজরে থাকবে।”

নবাগত পুলিশ সুপার কড়া হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ মনে করে ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ করে থাকতে পারবে, আমি তাকে বলি, এটা ভুল ধারণা। অপরাধ করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। যতক্ষণ আমি এই পদে আছি, সীমাবদ্ধতা সত্ত্বেও অপরাধ দমন কার্যক্রম চলবে।”

তিনি সাংবাদিকদের সহায়তাও কামনা করেন। সাংবাদিকদেরকে সঠিক তথ্য জানাতে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাদের চোখ ও কান। তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন আরও কার্যকর হবে।”

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এবং পুলিশ মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উত্তম কুমার শর্মা।

জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার হাতে প্রেসক্লাবের স্মারকগ্রন্থ তুলে দেন।

নতুন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের এই মন্তব্য ও উদ্যোগ থেকে বোঝা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ
তানোরে নিখোঁজ শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষ
১১ বছর আগে জিহাদের মতই প্রাণ হারাল শিশু সাজিদ
১১ বছর আগে জিহাদের মতই প্রাণ হারাল শিশু সাজিদ