• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢামেকে হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ঢামেকে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে আসা মির্জা আব্বাসকে ঘিরে উত্তেজনা-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই ইনকিলাব মঞ্চের কর্মী ও হাদীর সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে উপস্থিত কর্মীরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা তার দিকে তেড়ে যান। এসময় সেনাবাহিনী দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তার ঘেরাটোপে ভেতরে নিয়ে যায়। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা স্লোগান দিয়ে যেতে থাকেন।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে। গুলি করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে রিকশায় করেই ঢামেকে আনা হয়।

হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল–বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালায়। বর্তমানে ওসমান হাদি জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন আছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি