• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতীয় নম্বর থেকে বহুবার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি: ফারুকী

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ওসমান হাদি-মোস্তফা সরয়ার ফারুকী-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হামলার ঘটনার পর ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী লিখেছেন, হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন, আর আজকের হামলা সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে দিল।

তিনি আরও দাবি করেন, গত কয়েকদিন ধরেই ভারতের ভেতর থেকে একের পর এক খুনের হুমকি পাচ্ছিলেন হাদি, আর আজ সেই আশঙ্কা বাস্তবে রূপ নিল।

ফারুকী বলেন, “আমরা এখনও জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়, বরং বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।”

হাদির দ্রুত সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, “গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি