• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১(শিবচর) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পি.এম.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১(শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ডিসেম্বর) সকালে শিবচর পৌর শহরের মডেল মসজিদের নিচতলায় এ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং মাদারীপুর-১(শিবচর) আসনের পরিচালক আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে এবং  শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরিদপুর আনচলিক টিমের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মাদারীপুর জেলার নির্বাচন তদারককারী মাওলানা খলিলুর রহমান,মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান,শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং  মাদারীপুর-১(শিবচর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বক্তারা বলেন,মুসলিম উম্মাহ ও দ্বীনের স্বার্থ রক্ষায় উলামায়ে কেরামকে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।তানাহলে, এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে।

২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটার পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী দল, শক্তি ও মহলসমূহ দ্বীনি কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে, যা দেশের জন্য  ভবিষ্যতের আশার আলো।বাংলাদেশে আর যেনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। সেজন্য, সবাইকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সজাগ থাকতে হবে। 

তারা আরও বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামী দলগুলো আগামী জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। জাতির প্রত্যাশা পূরণে জাতীয় সংসদে আলেম-ওলামা, মুফাচ্ছির-মুহাদ্দিস, ইমাম-খতীব ও হাফেজে কুরআনদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত। সুদ, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সততা, যোগ্যতা ও ঈমানদারীর সঙ্গে ইসলামপন্থি ব্যক্তিরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

তিনি সকল ইসলামী দল, শক্তি ও মহলকে মতপার্থক্য পরিহার করে আদল ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদার, সহকারী সেক্রেটারী হাবিবুল্লাহ, শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল-আমিন, সেক্রেটারী মুজাহিদ তালুকদারসহ আরো অনেকে।

কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণ যোগ্য নির্বাচনের দাবি জানিয়ে মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মশালা প্রশিক্ষণ শেষ হয়। 

ভিওডি বাংলা/আহসান হাবীব/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমন হবে প্রধান অগ্রাধিকার: নবাগত পুলিশ সুপার
যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
এসপি আনোয়ার জাহিদ যারা স্বপ্ন দেখছেন ভোট দেবেন, আমরা সে পরিবেশ নিশ্চিতে কাজ করছি
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি
সেন্টমার্টিন যাত্রায় হঠাৎ হুমকি, ইউএনওকে গ্রেপ্তারের দাবি