সচিবালয় আন্দোলনে গ্রেপ্তার ১৪ জনকে ৫ দিনের রিমান্ড

সচিবালয় ভাতা চালুর দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ১৪ জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন। আদালত রিমান্ডের আগে কিছু অসুস্থ আসামিকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম, ইসলামুল হক ও মহসিন আলী, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, মন্ত্রী পরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিম জানান, আসামিরা গতকাল তফসিল ঘোষণার দিনে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বাংলাদেশ সরকার এবং সচিবালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। তদন্তে তাদের সঙ্গে অন্যদের যোগসাজশ, পলাতক আসামিদের পরিচয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের দাবি জানিয়ে জামিনের আবেদন করেন। তারা বলেন, প্রথম দুই আসামিকে গ্রেপ্তার করার পর অন্যরা তাদের দেখতে থানায় গিয়েছিলেন; পরে ১২ জনকেও গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বুধবার ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ







