পূর্বধলা-৫ আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মনোনীত প্রার্থী নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এর নামে এ আই প্রযুক্তি দিয়ে বিভিন্ন ছবি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন পূর্বধলা উপজেলার সাধারণ সচেতন জনগণ ও দলীয় নেতাকর্মীরা। একই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নিন্দার ঝড় দেখা দিয়েছে।
স্থানীয় নেতা-কর্মীরা বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে এমন নেককার জনক কাজে লিপ্ত হয়েছে।
স্থানীয়রা জানান, জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে ঔসব কুচক্রী মহল বিভিন্ন ছবি ভিডিও বানিয়ে তৃণমূলের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা বিভিন্ন ম্যাসেন্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইসবুকে প্রচার করে ভাইরাল করার চেষ্টা করছে।এসব গুজব ও মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানোর কারণে কুচক্রী মহলের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নেতা-কর্মীরা আরও বলেন, বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থীকে সামাজিকভাবে হেয় করার ঘৃণিত অপচেষ্টাকে তারা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত। আলহাজ্ব আবু তাহের তালুকদার একজন ত্যাগী নেতা, তার জনপ্রিয়তা আকাশচুম্বী, সর্বোচ্চ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। আমাদের দেখা মতে তিনি পারিবারিকভাবেই ধর্মীয় বিশ্বাসের অনুসারী ছাত্র রাজনীতি থেকে অধ্যাবদি পর্যন্ত তার কলঙ্কের কোন ছোঁয়া নেই । তার পরিবারের সদস্যরা শতভাগ ইসলাম ধর্মকে বুকে ধারণ করেন।
পূর্বধলা - ৫ আসনের সাধারণ ভোটাররা আলহাজ্ব আবু তাহের তালুকদার বিরুদ্ধে এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা ফটো ভিডিও বানিয়ে একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচার করছেন তারা যদি চেইন অফ কমান্ড তারেক রহমান এর নির্দেশ মানতেন প্রকৃত অর্থেই দলকে ভাল বাসতেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করত তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি স্বার্থে এমন জঘন্য কর্মকাণ্ড করতে পারত না।
এ প্রসঙ্গে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন এ আই ব্যাবহার করে ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে ‘কিছু অসাধু ও অপপ্রচারকারী সোশ্যাল মিডিয়ায় ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং আমার নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। মহল বিশেষের প্ররোচনায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির মনোনয়ন বঞ্চিত বসন্তের কোকিল সুবিধাবাদী সক্রিয় সদস্য।’
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও দলের নেতাদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উসকানিমূলক বক্তব্য-মন্তব্য প্রচার করা হচ্ছে, যার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপি নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত এসব অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য বিভিন্ন নামে ফেইক ফেসবুক পেজ খুলে তাতে আমার এবং এর নেতাদের সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এমনকি টাকা দিয়ে স্পন্সর করে উপজেলার বাহির থেকে লোকজন ভাড়া করে সাক্ষাৎকার দেওয়া হচ্ছে সেই ভুয়া পেজগুলো প্রমোট করা হচ্ছে।’
একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আরিফ/






