ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ঢাকা-০৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।
শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এতে প্রায় ২৪০ থেকে ২৫০ জন উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ও যুগ্ম আহ্বায়ক মুকিত হাসান প্রমুখ।
ভিওডি বাংলা/ আরিফ




