• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

​যশোর প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পি.এম.
যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা। ছবি: ভিওডি বাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৪৯) নামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। তার কয়েদি নম্বর ৮৭০৯। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর পুত্র।

​কারাগারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে আসেন এবং কপোতাক্ষ-৩ ভবনে তাঁর স্থান নির্দিষ্ট ছিল।

​কারা সূত্রে জানা যায়, শুক্রবার ৫:৩০টা থেকে ৬:০০টার মধ্যে তিনি কোনোভাবে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মহননের পথ বেছে নেন। কর্তব্যরত কারারক্ষীরা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

​জেলার আবিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েদির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাঁদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
ওসমান হাদি গুলিবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
বাঁশখালীতে আবুল হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা
বাঁশখালীতে আবুল হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা