গুলিবিদ্ধ ওসমান হাদির নলছিটির বাড়িতে চুরি, তদন্তে পুলিশ

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল মহল্লায় এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেওয়ায় নলছিটির বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওসমান হাদির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/জা







