পাংশায় অনির্বান স্মার্ট একাডেমির শাখা শুভ উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় অনির্বান স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পাংশা শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় রহমান টাওয়ারে একাডেমির নতুন শাখায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ শামীম এবং বহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী নজরুল ইসলাম।
অনির্বান স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন একাডেমির কর্ণধার ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনির্বান স্মার্ট একাডেমির সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. এস. এম. নিজাম উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে অনির্বান স্মার্ট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই শাখার মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/এম







