মতিঝিলে ব্যাগ ধরে টান, ইডেন শিক্ষার্থী আহত

রাজধানী মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীরা রিক্সা থেকে ব্যাগ টান দিলে রিক্সা থেকে পড়ে গিয়ে অর্পিতা মুখার্জী (২৪) নামে এক ইডেন কলেজে শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তাকে নিয়ে আসা সহপাঠী প্রবিতা জানান, সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানা গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা






