• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে পুরস্কার:  ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরইমধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ।

হামলাকারী সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে জানা গেলে তা দ্রুত ডিএমপিকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার জন্য উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে ডিএমপি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত নিচের নম্বরগুলোতে অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০
ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাকে গ্যাংস্টার মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে
ঢাকাকে গ্যাংস্টার মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে
ডেমরায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
ডেমরায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
‘ক্ষমতাশালী হলেও ছাড় নয়, আইন ভাঙলেই ব্যবস্থ’
ডিএমপি ‘ক্ষমতাশালী হলেও ছাড় নয়, আইন ভাঙলেই ব্যবস্থ’