ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখাতেই হাদিকে গুলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে হাদিকে গুলির প্রতিবাদে আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শরিফ ওসমান হাদি অভ্যুত্থানের আগে ও পরে ধারাবাহিকভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে কথা বলে আসছেন। তিনি অভিযোগ করেন, বিগত কয়েক মাসে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে সীমান্ত দিয়ে বিভিন্ন পরিচয়ে বহু মানুষ অনুপ্রবেশ করেছে। কারণ যারা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংকট এলে তারা আবার এক হয়ে দাঁড়াবে-এ বিষয়টি ষড়যন্ত্রকারীরা জানে।
তিনি আরও বলেন, “আমাদের সামনে শুধু নির্বাচনের লড়াই নয়, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সারজিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে খুনি, সন্ত্রাসী, তাদের দোসর ও দেশ-বিদেশে থাকা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সন্ত্রাসীদের প্রতি অভ্যন্তরীণ আপোষ বা রক্ষাকবচ দিয়ে কোনোভাবেই সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “এই গুলি শুধু শরিফ ওসমান হাদির ওপর নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া পুরো অভ্যুত্থানের বুকে চালানো হয়েছে।”
সমাবেশে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







