নবাবগঞ্জে নতুন আঙ্গিকে উন্নতরুপে
আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হলো " নবাবগঞ্জ আইডিয়াল স্কুল"

“শুধু মেধাবী নয়, ভালো মানুষ তৈরি করাই শিক্ষার লক্ষ্য” আনন্দঘন পরিবেশ, উৎসবমুখর আয়োজন ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দিনাজপুরের নবাবগঞ্জ আইডিয়াল স্কুল-এর।
উপজেলার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১১ টায়। ফিতা কেটে, দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ২ নং বিনোদনগর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “এই প্রতিষ্ঠান যেন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত না হয় এটা যেন সত্যিকারের এক শিক্ষা নগরী হিসেবে গড়ে ওঠে, যেখানে শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট করার জন্য নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের সঠিক পথে পরিচালনার দায়িত্ব শুধু পরিবারের নয়, শিক্ষক সমাজেরও। একজন ভালো শিক্ষার্থী গড়ে তোলার পেছনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদপুর বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ আল- আলিমুল (রাজিব)।
নবাবগঞ্জ আইডিয়াল স্কুল-এর এই শুভ উদ্বোধনের মাধ্যমে নবাবগঞ্জবাসীর মধ্যে শিক্ষার প্রতি নতুন করে আগ্রহ ও প্রত্যাশা জাগ্রত হয়েছে। আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্কুলটি তার যাত্রা শুরু করলো।
সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় নবাবগঞ্জে নতুন আলোর দিগন্তের দিকে এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান এমনটিই প্রত্যাশা শিক্ষানুরাগী ও সচেতন মহলের।
এসময় ৮ নং মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাহউদ্দিন মাছুম, নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ /এম







