• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং। ছবি : সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্রের ছক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রে ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আওয়ামী লীগ যেন কোনো সুযোগ-সুবিধা না পায়, সে ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী দলগুলো সবাই একমত।

তিনি বলেন, মূলত আজকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি, সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও ছিলেন, তার মা ছিলেন।’

তিনি আরও বলেন, আমরা জানি নির্বাচনে, রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধেও হয়তো কথা বলব।

কিন্তু সেটা যাতে কখনোই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়, এ ব্যাপারে আমরা সবাই ঐকমত্য প্রকাশ করেছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনির কার্যক্ষমতা ফিরেছে: মেডিকেল বোর্ড
ওসমান হাদি গুলিবিদ্ধ কিডনির কার্যক্ষমতা ফিরেছে: মেডিকেল বোর্ড
যুগপৎ আন্দোলনে দূরত্ব কমাতে বিএনপি ও শরিকদের বৈঠক
যুগপৎ আন্দোলনে দূরত্ব কমাতে বিএনপি ও শরিকদের বৈঠক
আমি কি পেলাম এটা বাদ দিতে হবে
আমি কি পেলাম এটা বাদ দিতে হবে