হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সবার সহযোগিতায় খুব দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেন, সবার দোয়ায় তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়াতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নিরাপত্তার স্বার্থে চাইলে অস্ত্রের লাইসেন্স পাবেন এবং পূর্বে জমা দেওয়া বৈধ অস্ত্র ফেরত দেওয়া হবে।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/জা


