• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপ প্রস্তুতিতে শক্ত প্রতিপক্ষ খুঁজছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা খেলবে দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনা। তবে ম্যাচটির দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতে আগামী বছরের মার্চে একটি শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় আলবিসেলেস্তেরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের নাম।

সেনেগালি ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, আর্জেন্টিনার কাছ থেকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব তারা পেয়েছে। ২০০২ বিশ্বকাপে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়া সেনেগাল সেই আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। সর্বশেষ বিশ্বকাপেও তারা শেষ ষোলো খেলেছে।

বিশ্বকাপের আগে সেনেগাল আরও একটি ম্যাচ খেলতে চায়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চূড়ান্ত করেছে আফ্রিকান দলটি। সৌদি আরব সেনেগালের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করলেও তারা আর্জেন্টিনার প্রস্তাবকে অগ্রাধিকার দিচ্ছে।

সেনেগালি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে,
‘২০২৬ সালের মার্চ উইন্ডোতে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।’

বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। অন্যদিকে সেনেগালের গ্রুপ বেশ কঠিন। সেখানে রয়েছে ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স ও নরওয়ে। পাশাপাশি বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্য থেকে একটি দল প্লে-অফের মাধ্যমে গ্রুপে যুক্ত হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি
আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট