আইপিএল
মিনি অকশানের আগে হুট করেই বাদ ৯ ক্রিকেটার

১৯ তম আইপিএলের মিনি অকশানের জন্য হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান বাছাই করে ৩৫০ জনকে রাখা হয়। পরবর্তীতে আরও ৯ ক্রিকেটারকে যোগ করে ৩৫৯ জন করা হয়। সেই তালিকা থেকে হুট করেই বাদ দেওয়া হয়েছে ৯ ক্রিকেটারকে।
মিনি অকশানের আগে বাদ পড়া ৯ ক্রিকেটার হলেন- ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাাট সিং। তিন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হলেন বীরান্দিপ সিং, দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন।
সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর এই ৯ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদের যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সে ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে মিনি অকশান।
ভিওডি বাংলা/ আরিফ







