ঢাবির ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ভর্তি পরীক্ষায় ২,৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী অংশ নেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার মধ্যে প্রায় ৩৯ শিক্ষার্থীর প্রতিযোগিতা একটি আসনের জন্য অত্যন্ত কঠিন।
উপাচার্য শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান, ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়। পরীক্ষাটি ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও একযোগে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো-রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভিওডি বাংলা/জা







