• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভক্তদের ক্ষোভ

মেসি ইভেন্টে রণক্ষেত্র যুবভারতী

স্পোর্টস ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পি.এম.
অব্যবস্থাপনায় মেসি ইভেন্টে রণক্ষেত্র যুবভারতী। সংগৃহীত ছবি

হাজার হাজার টাকা খরচ করে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে একনজর দেখার আশায় টিকিট কেটেছিলেন ভক্তরা। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই তারা হাজির হন যুবভারতী স্টেডিয়ামে। উদ্দেশ্য একটাই—মেসিকে একবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড় ও আয়োজকদের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত প্রিয় তারকাকেই দেখতে পেলেন না সাধারণ দর্শকরা। হতাশা থেকে জন্ম নেয় ক্ষোভ, যা একসময় রূপ নেয় বিশৃঙ্খলায়।

মেসিকে দেখতে না পেয়ে অনেক সমর্থকই অভিযোগ করেন, তাদের সঙ্গে ‘স্ক্যাম’ করা হয়েছে। বিপুল অর্থ ব্যয় করেও আর্জেন্টাইন মহাতারকাকে এক ঝলক দেখতে না পারার আক্ষেপ নিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় অসংখ্য দর্শককে।

এক সমর্থক বলেন,
‘কোথা থেকে দেখব? মৌমাছির চাকের মতো করে তাকে ঘিরে রাখা হয়েছিল। আমরা কিছুই না। সারাজীবনের স্বপ্ন নিয়ে এসেছিলাম মেসিকে দেখব বলে।’

আরেক সমর্থকের অভিযোগ,
‘টাকা তো একটা ব্যাপার। নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল, সেই টাকাটা আমরা দিলাম। গাড়িতে একবার ঘুরিয়ে নিলেই তো সবাই মেসিকে দেখতে পেত। আমরা টাকা দিলাম, আর তারা ছবি তুলে চলে গেল।’

মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা গ্যালারিতে ভাঙচুর শুরু করেন। ভেঙে ফেলা হয় চেয়ার, যা ছুড়ে মারা হয় মাঠে। মাঠে ছোড়া হয় বোতলও। একপর্যায়ে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। মুহূর্তেই স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি
নোয়াখালী এক্সপ্রেসের একের পর এক চমক, দলে আরও দুই বিদেশি
আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালের ছয়ে ছয়, পিএসজির হোঁচট