• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা ও সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পি.এম.
বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা ও সংবর্ধনা। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় হারুন বাজারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নূরের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উল্লাহ রকি, দপ্তর সম্পাদক এইচ এম ইদ্রিসের যৌত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পি.পি) ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহিউদ্দীন খান জসিম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ওসমান গনি, উপদেষ্টা ওমর কাজী, মোজাম্বিক প্রবাসী কামাল উদ্দিন, সাবেক প্রধান উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান।

এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আলম, সহসভাপতি আব্দুল গনি। 

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক
নেত্রকোণা ‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক