ওসমান হাদির ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। সেন্টারটি পরিচালনা করতেন হাদি।
শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টার নামে ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।
ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে এটার কার্যক্রম চলে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণজনিত সমস্যা (ডিআইসি) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।
ভিওডি বাংলা/ এমএম






